মার্কিন আদালতের উদ্দেশে রওনা হয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ
ব্রিটিশ কারাগার থেকে মুক্তির পর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। আগামীকাল বুধবার দেশটির উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের একটি আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তার। এ আদালতে তিনি যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের দোষ স্বীকার করবেন। খবর বিবিসির।
এর আগে যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের দোষ স্বীকার করবেন— এমন চুক্তিতে পৌঁছানোর পর সোমবার তাকে ব্রিটিশ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
৫২ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে মার্কিন জাতীয় প্রতিরক্ষা বিভাগের গোপন তথ্য সংগ্রহ ও প্রকাশের অভিযোগ আনা হয়েছে।
দীর্ঘদিনের আইনি লড়াইয়ের মধ্যে গত ৫ বছর ব্রিটিশ কারাগারে কাটিয়েছেন অ্যাসাঞ্জ। এই সময়ে তিনি যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে গেছেন।
এছাড়াও সুইডেনে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগের মুখোমুখিও হয়েছেন তিনি। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
চুক্তি অনুযায়ী, স্থানীয় সময় বুধবার উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের একটি আদালতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হবে। এদিন তিনি গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের অভিযোগ স্বীকার করবেন এবং মামলাটি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
মার্কিন সেনাবাহিনীর গোপন নথি ফাঁসের মতো অপরাধে দোষী সাব্যস্ত হলে অ্যাসাঞ্জের সর্বোচ্চ সাজা হতে পারে ৬২ মাস। কিন্তু ইতিমধ্যেই তিনি ৫ বছর ব্রিটেনে জেলে বন্দি ছিলেন। ফলে এর পর দ্রুতই পুরোপুরি মুক্তি পেয়ে নিজের দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার।
অনুবাদ: রেদওয়ানুল হক