জাপানে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ করবে হিউম্যানয়েড রোবট
বিশাল, বিকট চেহারার এ রোবটকে দেখলে মনে হবে ১৯৮০-র দশকের সায়েন্স ফিকশন সিনেমার রোবট যেন। তবে জাপান রেলওয়ের নতুন এই হিউম্যানয়েড রোবট মানুষের কোনো ক্ষতিই করবে না। ট্রেন লাইনের রক্ষণাবেক্ষণের কাজ দেওয়া হয়েছে এ রোবটকে।
চলতি মাসের শুরুর দিকেই জাপান রেলওয়ের কোম্পানির নেটওয়ার্কে কাজ শুরু করবে রোবটটি। এ রোবট রং করা, রেললাইনে পড়ে যাওয়া গাছ কাটার মতো রক্ষণাবেক্ষণের কাজ করবে।
এ হিউম্যানয়েড রোবটের আছে বিশাল দুটি হাত, তার বিপরীতে শরীরের তুলনায় মাথাটি খুব ছোট। চোখ দুটো বড় বড়। দেখতে ওয়াল-ই সিনেমার রোবটের মতো।
রোবটটি চলে একটি ট্রাকের ওপর। এ ট্রাক প্রথাগত রাস্তা ও রেলপথ উভয় জায়গাতেই চলতে পারে।
জাপান রেলওয়ে এ যন্ত্রের সাহায্যে তাদের রেল নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণ করবে।
রোবটটির চালক বসবেন ট্রাকের একটি ককপিটে। ক্যামেরার মাধ্যমে রোবটের চোখ দিয়ে দেখবেন তিনি। দূর থেকে নিয়ন্ত্রণ করবেন যন্ত্রটির শক্তিশালী হাত।
রোবটটির দুই হাত ১২ মিটার (৪০ ফুট) উচ্চতা পর্যন্ত পৌঁছতে পারে। সর্বোচ্চ ৪০ কেজি ওজনের জিনিস তুলতে পারে এ রোবট। এছাড়া এটি রং করার জন্য হাত দিয়ে ব্রাশ, অথবা কোনোকিছু কাটার জন্য চেইনস'র মতো যন্ত্রপাতি ধরতে পারে।
এখন রোবটটির মূল কাজ হবে রেললাইনের ওপর এসে পড়া গাছের ডালপালা কাটা এবং ট্রেনের ওপরের কেব্লের ধাতব ফ্রেম রং করা।
এ প্রযুক্তি ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যার চাপে থাকা জাপানের শ্রমিক সংকট পূরণে সাহায্য করবে। পাশাপাশি কর্মীদের উঁচু জায়গায় উঠে কাজ করতে যাওয়ার সময় পড়ে যাওয়ার অথবা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো দুর্ঘটনাও কমাবে।