নাইজেরিয়ায় স্কুল ভবন ধসে ২২ শিক্ষার্থী নিহত
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় রাজ্যে একটি স্কুল ভবন ধসে অন্তত ২২ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৩০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর বিবিসির।
স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) সকালে রাজ্যের রাজধানী জোস কেভডের সেন্ট একাডেমিতে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের ওপর ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে শিক্ষার্থীরা।
ঘটনার পর উদ্ধারকারীরা কংক্রিটের স্তূপ ভেঙ্গে আহতদের উদ্ধার করেন, এ সময় নিহতদের মরদেহও উদ্ধার করা হয়।
সাংবাদিকদের স্থানীয় পুলিশ জানিয়েছে, ভবন ধসের ঘটনায় কমপক্ষে ২২ শিশু মারা গেছে। আহতদের অনেককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ধারণা করা হচ্ছে, এ সময় ভবনটিতে এক হাজারের বেশি লোক ছিল।
সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় বেশ কয়েকটি বড় বিল্ডিং ধসের ঘটনা ঘটেছে। নিম্নমানের উপকরণ ব্যবহার, কারিগরি ত্রুটি এবং দুর্নীতির কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন সে দেশের পর্যবেক্ষকরা।
এর আগে, ২০২১ সালে ওয়েদি লাগোস এলাকায় নির্মাণাধীন একটি উচ্চ ভবন ধসে পড়ে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছিলেন।