চীনা ভ্যাকসিন বাজারে আসবে বছরের শেষদিকে
রাষ্ট্রীয় মালিকানাধীন চীনা ফার্মাসিউটিকাল কোম্পানির প্রধানের বরাতে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, চীনের আবিষ্কার করা করোনাভাইরাসের ভ্যাকসিনটি বছরের শেষ দিকে বাণিজ্যিকভাবে পাওয়া যাবে।
সিনোফার্মার চেয়ারম্যান লিউ জিংজেন চীনা কমিউনিস্ট পার্টির এক সংবাদপত্রকে বলেছেন, ভ্যাকসিনটির জন্য এক হাজার ইয়েনেরও (১৪০ মার্কিন ডলার) কম খরচ হবে এবং ২৮ দিনের ব্যবধানে দুটি ধাপে এ ভ্যাকসিনটি দেওয়া হবে।
তিনি বলেন, বড় শহরগুলোর শিক্ষার্থী ও শ্রমিকদের ভ্যাকসিনটি দেওয়ার প্রয়োজন হবে; তবে খুব কম জনবসতিপূর্ণ গ্রামাঞ্চলে বসবাসকারীদের তা প্রয়োজন হবে না।
গুয়ামিং ডেইলিতে মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমাদের দেশের ১৪০ কোটি মানুষকেই এ ভ্যাকসিন সেবন করতে হবে না।'
করোনা প্রতিরোধে দুটি ভ্যাকসিন পরীক্ষা করছে সিনোফার্মা। বছরে ২২ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রয়েছে তাদের, বলেন লিউ।
কোম্পানিটির কমিউনিস্ট পার্টির সেক্রেটারি লিও জানান তিনি নিজেও এ ভ্যাকসিন নিয়েছেন।