টুর্নামেন্ট সেরা রদ্রি, সেরা উদীয়মান ইয়ামাল
ইতিহাস গড়ল স্পেন, প্রথম দল হিসেবে চারবার ইউরো জেতার কীর্তি গড়ল রোজারা। ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে বার্লিনে শিরোপা উৎসব করেছে স্পেন।
আবারও ফাইনালে হৃদয় ভাঙল ইংল্যান্ডের। টানা দ্বিতীয় ইউরো ফাইনাল হারল গ্যারেথ সাউথগেটের দল। ২০১২ সালের পর আবারও ইউরো জিতল স্পেন।
শেষ বাঁশি বাজতেই শিরোপা উল্লাসে মেতে ওঠে স্পেন। আর টানা দ্বিতীয় ফাইনাল হারের হতাশায় নিমজ্জিত হন কেইন-বেলিংহামরা। এবারের ইউরোতে ৭ ম্যাচ খেলে সবগুলোই জিতে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, এক ইউরোতে সর্বোচ্চ ১৫ গোল করার রেকর্ডও গড়েছে দে লা ফুয়েন্তের দল।
আর এতসব রেকর্ড গড়ার পেছনে অন্যতম কারিগর ছিলেন মাঝমাঠের সৈন্য রদ্রি। এই স্প্যানিশের ঝুলিতেই গেছে ইউরোর টুর্নামেন্ট সেরার পুরস্কার। যদিও ফাইনালে প্রথমার্ধ খেলার পরই চোট পেয়ে উঠে যেতে হয় তাকে। কিন্তু এরপরও নিজের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি স্বরুপ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রদ্রি।
অন্যদিকে সেরা উদীয়মানের পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল। মাত্র ১৭ বছর পূর্ণ করেছেন গতকালই, এই ইয়ামালই ইউরোতে ছড়িয়েছেন দারুণ আলো। ফ্রান্সের বিপক্ষে সেমি-ফাইনালে অসাধারণ এক গোল করার পাশাপাশি চারটি গোলে সহায়তা করেছেন এই উইঙ্গার।