মাঠে নেমেই কোপা আমেরিকায় ইতিহাস গড়লেন মেসি
দীর্ঘ ক্যারিয়ারে ক্লাব ও দেশের হয়ে রেকর্ডের মালা গেঁথেছেন লিওনেল মেসি। আজ কোপা আমেরিকার ফাইনাল খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়লেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর। আসরটির ইতিহাসে সর্বোচ্চ ফাইনাল খেলছেন মেসি। পেছনে ফেলেছেন জাতীয় দল ও দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনার সাবেক সতীর্থ হাভিয়ের মাশচেরানোকে।
এই ফাইনাল খেলতে নামার আগে মাশচেরানোর সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি। দুজনই কোপায় চারটি করে ফাইনাল খেলেছেন। কোপার ২০০৭, ২০১৫, ২০১৬ ও ২০২১ আসরে ফাইনাল খেলেন তারা। এই তিনটি ফাইনালে হারের পর ২০২১ সালে শিরোপা ছুঁয়ে দেখার সৌভাগ্য হয় মেসির।
কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশনে কলম্বিয়ার মুখোমুখি হয়েছে আলবিসেলেস্তেরা। এই ফাইনাল দিয়ে কোপায় সর্বোচ্চ পাঁচটি ফাইনাল খেলছেন মেসি। চারটি ফাইনাল খেলে রেকর্ডটি দখলে রেখেছিলেন মাশচেরানো।
আর্জেন্টিনার হয়ে ২০০৭ সালে প্রথমবারের মতো কোপার ফাইনাল খেলেন মেসি। সেই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে হারে আর্জেন্টিনা। ২০১৫ ও ২০১৬ কোপার ফাইনালেও হতাশা সঙ্গী হয় তাদের। দুই ফাইনালেই চিলির বিপক্ষে টাইব্রেকারে হারে আর্জেন্টিনা। ২০২১ সালে এসে ফুরায় তাদের অপেক্ষা, ব্রাজিলকে হারিয়ে শিরোপায় চুমু আঁকেন মেসি-ডি মারিয়ারা।
২০২১ সাল থেকে দলের মতো চারটি ফাইনাল খেলছেন মেসি, আর মেজর টুর্নামেন্টের তৃতীয় ফাইনাল। ২০২১ কোপার ফাইনালে জেতার পরের বছর ফিনালিসিমায় ইতালিকে হারায় আর্জেন্টিনার। পরের বছর বিশ্বকাপ শিরোপায় চুমু এঁকে অমরত্বের দুয়ারে পা রাখেন মেসি। দুই বছর পর কোপার ফাইনাল খেলছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার।