অ্যাডভোকেট সিগমা হুদা মারা গেছেন
প্রখ্যাত আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সিগমা হুদা বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
তাকে তার পৈতৃক গ্রাম দোহারের শাইনপুকুরে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে— অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা এবং অ্যাডভোকেট শ্রাবন্তী আমিনা হুদা— বোন খুশি কবির ও ভাই ডা. সেলিম কবির-সহ অসংখ্য বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সিগমা হুদা বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইনস্টিটিউট ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএলডি) এর প্রতিষ্ঠাতা ও সচিব ছিলেন।