ট্রাম্পের ওপর হামলার জেরে পদত্যাগ করলেন মার্কিন সিক্রেট সার্ভিস-এর প্রধান
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় নির্বাচনি সভায় রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা করার ঘটনার জেরে পদত্যাগ করেছেন দেশটির সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বারলি চিয়াটল।
গত ১৩ জুলাই নির্বাচনি সভায় ট্রাম্পের ওপর এক বন্দুকধারী গুলি চালানোর পরই সমালোচনার মুখে পড়ে যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংস্থা সিক্রেট সার্ভিস।
ট্রাম্পের ওপর গুলি চালানোর এ ঘটনার পর প্রশ্ন ওঠে সিক্রেট সার্ভিসের ভূমিকা নিয়ে। ক্রমাগত সমালোচনায় বিদ্ধ হতে থাকেন সিক্রেট সার্ভিসের পরিচালক কিম্বারকি চিয়াটল। বেশ কয়েকজন রিপাবলিক ও ডেমোক্রেটিক আইনপ্রণেতা তার পদত্যাগ দাবি করেন।
এসবের জেরেই সিক্রেট সার্ভিসের পরিচালকের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। সংস্থার কর্মীদের কাছে পাঠানো পদত্যাগপত্রে কিম্বার্লি চিয়াটল বলেছেন, 'আপনাদের পরিচালক হিসেবে নিরাপত্তা ত্রুটির সম্পূর্ণ দায়ভার নিচ্ছি আমি।'
গত ১৩ জুলাই নির্বাচনি সমাবেশে চালানো গুলিতে ট্রাম্প সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান। ওই ঘটনায় একজন নিহত হন। এছাড়া হামলা চালানো তরুণ টমাস ক্রুকসও (২০) প্রাণ হারান।
২০২২ সাল থেকে সিক্রেট সার্ভিসের নেতৃত্ব দিয়ে আসা চিয়াটল আইনপ্রণেতাদের বলেছেন, গুলি চালানোর এ ঘটনার সম্পূর্ণ দায়ভার নিচ্ছেন তিনি। ১৯৮১ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ওপর গুলি চালানোর ঘটনার পর ট্রাম্পের ওপর চালানো এ হামলাকে সিক্রেট সার্ভিসের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে অভিহিত করেন চিয়াটল।
প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, কয়েক দশক ধরে সরকারকে সেবা দিয়ে আসার জন্য চিয়াটলের প্রতি তিনি কৃতজ্ঞ।
অচিরেই সিক্রেট সার্ভিসের নতুন পরিচালক নিয়োগ দেবেন বলে জানিয়েছেন বাইডেন।
আপাতত রোনাল্ড রো-কে সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রো ২০২৩ সালের এপ্রিল থেকে সংস্থাটির উপপরিচালকের দায়িত্ব পালন করছেন।
২০২২ সালের অক্টোবরে চিয়াটলকে সিক্রেট সার্ভিসের প্রধান করেন জো বাইডেন। এর আগে তিনি ২৭ বছর সংস্থাটিতে বিভিন্ন পদে কাজ করেছেন।