কারফিউয়ের সঙ্গে এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার সম্পর্ক নেই: প্রকল্প পরিচালক
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এএইচএম সাখাওয়াত আখতার আজ বুধবার (২৪ জুলাই) জানিয়েছেন, কারফিউয়ের সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার কোনো সম্পর্ক নেই।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সময় এক্সপ্রেসওয়ের মহাখালী ও বনানী টোল প্লাজায় আগুন দেওয়া হয়। আমরা যত শিগগির সম্ভব এক্সপ্রেসওয়ে পুনরায় খুলে দেওয়ার চেষ্টা করছি।'
তিনি যোগ করেন, 'এক্সপ্রেসওয়েটি পর্যবেক্ষণের জন্য বহু বিদেশি কাজ করছেন। আমাদের আগে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।'
সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এক্সপ্রেসওয়ের নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড আমাদের জানিয়েছে যে এই দুই টোল প্লাজার পাশাপাশি অন্যান্য জায়গায় নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হওয়ার পরই এক্সপ্রেসওয়ে পুনরায় খুলে দেওয়া হবে।'
এক্সপ্রেসওয়ে কবে নাগাদ খুলে দেওয়া হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এফডিইই বলেছে যে তারা এই মুহূর্তে এক্সপ্রেসওয়ে পুনরায় খুলে দিতে পারবে না।'
গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৮ ও ১৯ জুলাই এক্সপ্রেসওয়ের মহাখালী ও বনানী টোল প্লাজায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে টোল প্লাজা দুটি সম্পূর্ণ পুড়ে যায়।