২৫ বছর বয়সেই ক্লাবের মালিক হচ্ছেন এমবাপ্পে
সদ্যই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। নিজের স্বপ্নের ক্লাবে বরণ পর্বও শেষ তার। আর কিছুদিনের মধ্যে রিয়ালের বিখ্যাত সাদা জার্সিতে মাঠ মাতাবেন এই ফরাসি তারকা।
এবার নিজেই ফুটবল ক্লাব কিনতে যাচ্ছেন এমবাপ্পে। ফ্রান্সের ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তরের দল কায়েনকে কিনতে ২০ মিলিয়ন ইউরো খরচ হবে ফরাসি তারকার। এতে ক্লাবটির ৮০ শতাংশের বেশি শেয়ারের মালিক হবেন এই ফরোয়ার্ড।
বর্তমানে ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওয়াকট্রি। ২০১৩ সালে এমবাপ্পে যোগ দিয়েছিলেন মোনাকোর একাডেমিতে। তখনই মূলত এমবাপ্পের যোগ দেওয়ার কথা ছিল তারই কিনতে যাওয়া ক্লাব কায়েনে। তার পরিবারও এমনটাই চেয়েছিল।
তবে লিগ ওয়ান থেকে দলটি নিচের স্তরে নেমে যাওয়ায় শেষ পর্যন্ত এমবাপ্পে যান মোনাকোতে। কায়েন গত মৌসুমে লিগ ২–তে পয়েন্ট তালিকার ষষ্ঠ অবস্থানে ছিল। এই ক্লাবেই ২০১৩ সাল থেকে এমবাপ্পের জাতীয় দলের সতীর্থ এনগোলো কান্তে খেলেছেন দুই মৌসুম। ৭৫টি ম্যাচ খেলে কান্তে গোল করেছেন ৪টি।
কায়েনের হয়ে এমবাপ্পে নিজেও খেলতে পারবেন। ২০১৭ সালে নিজের ক্লাব ফিনিক্স রাইজিংয়ের হয়ে খেলেছিলেন দিদিয়ের দ্রগবা। এমবাপ্পে সে পথে হাঁটবেন কি না, তা সময়ই বলে দেবে।