প্যারিস অলিম্পিকে ‘পুরুষ’ বক্সারকে নারীদের ইভেন্টে অংশ নিতে দেওয়ার অভিযোগে বিতর্কের ঝড়
বৃহস্পতিবার প্যারিস অলিম্পিকে নারীদের বক্সিং প্রতিযোগিতার খেলা চলছিল। আলজেরিয়ান প্রতিপক্ষ ইমানে খেলিফ-এর কয়েকটি বেদম ঘুসি খেয়ে খেলার মাঝপথেই রিং থেকে বেরিয়ে যান ইতালীয় বক্সার অ্যাঞ্জেলা কারিনি।
কারিনির অভিযোগ, বক্সিং রিংয়ে তাকে নারী নয়, পুরুষের (খেলিফ) বিরুদ্ধে খেলতে নামিয়ে দেওয়া হয়েছিল।
ইতালীয় বক্সারের অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ, গত বছরই ইমানে খেলিফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 'জেন্ডার ইলিজিবিলিটি'—অর্থাৎ তিনি নারী নাকি পুরুষ, সেই পরীক্ষায় উৎরাতে পারেননি।
আইওসি অলিম্পিকে খেলিফকে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার পরপরই বক্সাররা এ সিদ্ধান্ত নিয়ে বিভক্ত হয়ে গেছেন।
বৃহস্পতিবার মেয়েদের বক্সিং ইভেন্টে কারিনি ৩০ সেকেন্ডে প্রথম ঘুসি খান খেলিফের হাতে। জোরদার এই ঘুসি খেয়ে রিংয়ে নিজের কর্নারে চলে যান কারিনি।
এর খানিক পর কারিনির কোচ ইশারায় জানান, তিনি নারীদের এই ক্যাটাগরি থেকে নাম প্রত্যাহার করছেন। ক্ষোভে, হতাশায় রিংয়ের ভেতরেই বসে পড়ে ফোঁপাতে থাকেন। রেফারি আলজেরিয়ান বক্সারকে বিজয়ী ঘোষণা করার পর তার সঙ্গে করমর্দন করতে রাজি হননি কারিনি।
রিং থেকে বেরিয়ে আসার পর কারিনি সাংবাদিকদের বলেন, 'আমি একজন যোদ্ধা। বাবা আমাকে লড়াকু হতে শিখিয়েছেন। রিংয়ে যখন নামি, তখন সেই মানসিকতাই কাজে লাগাই, যোদ্ধার মানসিকতা। …এবার আমি সেটা করতে পারিনি।'
তিনি বলেন, 'আজ রাতে আমি হারিনি, পরিপক্বতার সঙ্গে আত্মসমর্পণ করেছি মাত্র।'
খেলিফকে নিয়ে এই বিতর্কের কারণ, পুরুষের শরীরে যে মাত্রায় টেস্টোস্টেরন হরমোন থাকে, তার শরীরে সেই পরিমাণ টেস্টোস্টেরনের উপস্থিতি মিলেছে।
২০২৩ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মেয়েদের ইভেন্টে অংশ নেওয়ার অনুমতি পাননি খেলিফ। কারণ, আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের নিয়মানুসারে, তার শরীরে এক্সওয়াই ক্রোমোসোম (যা সাধারণত পুরুষদের দেহে থাকে) পাওয়া যায়।
অন্যদিকে অলিম্পিক কমিটি সমান সুযোগ দেওয়ার নিয়মের ভিত্তিতে খেলিফকে খেলিফকে অলিম্পিকে খেলার অনুমতি দিয়েছে।
খেলিফকে মেয়েদের ইভেন্টে অংশ নিতে দেওয়ার প্রতিবাদে সরব হয়েছেন অনেকেই। বিখ্যাত লেখক জে.কে. রোলিং এক্স-এ লিখেছেন, একজন পুরুষকে মেয়েদের ইভেন্টে অংশ নেওয়ার অনুমতি দিয়ে একজন তরুণ নারী বক্সারের স্বপ্ন ছিনিয়ে নেওয়া হয়েছে।
এমনকি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এ ঘটনায় খেদ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, খেলিফ ও কারিনির লড়াই সমানে সমানে হয়নি।
মেলোনি বলেন, 'আমি মনে করি পুরুষ জিনগত বৈশিষ্ট্য আছে এমন অ্যাথলেটদেরকে নারীদের প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া উচিত নয়।'