কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান
প্রশিক্ষণের অংশ হিসবে বৃহস্পতিবার রাতে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।
কাশ্মীর নিয়ে পারমানবিক শক্তিধর প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে থাকা অবস্থাতেই এই পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটার পোস্টে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানান।
টুইটে তিনি বলেছেন, “পাকিস্তান রাত্রিকালীন প্রশিক্ষণে সফলভাবে ভূমি থেকে ভূমিতে গজনবী ব্যালাস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে যা ২৯০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে।”
টুইট বার্তায় তিনি জানান, সফল এই পরীক্ষার পর দেশটির রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উৎক্ষেপণে থাকা দলটিকে অভিনন্দন জানিয়েছেন।
সম্প্রতি ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার পর প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। দুই দেশের সীমান্তে গুলিবিনিময়ের ঘটনার কথাও গণমাধ্যমে আসে।
ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া তিনিটি যুদ্ধের মধ্যে দুটিই হয়েছে কাশ্মীরকে কেন্দ্র করে।
ভারতের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া পাকিস্তান ভারতের সাথে পরিবহন ও বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করার পাশাপাশি ইসলামাবাদ থেকে ভারতীয় হাইকমিশনারকে বহিস্কার করেছে।