চট্টগ্রামে আমির খসরুসহ বিএনপির ৪ নেতার বাড়িতে হামলা, আগুন
চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ আরো তিন বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে, তা জানা যায়নি।
আজ শনিবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে এসব হামলা চালানো হয়। নগরীর মেহেদীবাগ এলাকায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরের পাশাপাশি একটি গাড়িতে আগুনও দেওয়া হয়।
এদিকে দলের ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগরীর বাদশা মিয়া সড়কে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, পাঁচলাইশ আবাসিক এলাকায় মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক এরশাদ উল্লাহর বাড়িতেও হামলা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে বাসার নিচে থাকা গাড়িও।
চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা এ হামলার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তারা বলেছেন, 'ছাত্রলীগ–যুবলীগই এসব হামলায় জড়িত।'
এর আগে শনিবার সন্ধ্যায় শিক্ষাৃমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এর ঠিক পরেই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতেও ভাঙচুর চালানো হয়।
চট্টগ্রামের বিএনপি নেতা ইদ্রিস আলী বলেন, 'আওয়ামী লীগ হামলা করেছে। আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় আগুনও দেওয়া হয়েছে।'
জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, 'শিক্ষামন্ত্রী, মেয়র ও বিএনপি নেতাদের বাড়িতে হামলার ঘটনা শুনেছি। পুলিশ ঘটনা পরিদর্শনের জন্য যাচ্ছে।'