ক্ষমতার ‘কালো থাবা’ থেকে বিসিবিকে মুক্ত করার আহ্বান ইমরুলের
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সুযোগ না পাওয়ায় বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে হতাশা, ক্ষোভের কথা বলে এসেছেন ইমরুল কায়েস। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর সব হতাশা ঝেরে রীতিমতো 'বিদ্রোহী' হয়ে উঠলেন বাঁহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ক্ষমতার কালো থাবা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মুক্ত করার আহ্বান জানিয়েছেন ইমরুল।
তার দাবি, নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বর্তমান বোর্ড দেশের ক্রিকেটের অনেক ক্ষতি করেছে। কর্মকর্তারা অনেক ক্রিকেটারের জীবন ধ্বংস করেছেন বলে অভিযোগ ইমরুলের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে আরও কিছু বিষয় নিয়ে বিসিবি কর্তাদের কঠোর সমালোচনা করেন তিনি।
চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করার পোস্টে বাংলাদেশের পতাকা যুক্ত করে ইমরুল লিখেছেন, 'আসসালামু আলাইকুম সবাইকে। স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে।'
খেলোয়াড়দের নূন্যতম সম্মান করা হয় না উল্লেখ করে ইমরুল আরও লিখেছেন, 'সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সবাই জানেন। কতো খেলোয়াড়ের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা, শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সাথে ন্যূনতম সম্মান দেখানো হয় না।'
পোস্টের সর্বশেষ অংশে বর্তমান বোর্ডকে দায়িত্ব ছাড়ার অনুরোধ জানিয়ে ইমরুল লিখেছেন, 'বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যত, তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট, ইনশাআল্লাহ।'
১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বেশিরভাগ সময়ে দলে অনিয়মিত ছিলেন ইমরুল, আসা-যাওয়ার মধ্যেই বেশি সময় পার হয়েছে তার। বাঁহাতি এই ওপেনার জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন পাঁচ বছর আগে, ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে খেলেন টেস্ট। বাকি দুই ফরম্যাটে তার পথচলা থেমে গেছে আরও আগে।
৩৯ টেস্টে ৩টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরিসহ ২৪.২৮ গড়ে ১ হাজার ৭৯৭ রান করেছেন ইমরুল। ৪টি হাফ সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরিসহ ৩২.০২ গড়ে ৭৮ ওয়ানডেতে তার রান ২ হাজার ৪৩৪। ১৪ টি-টোয়েন্টিতে ৯.১৫ গড়ে ইমরুল রান করেছেন ১১৯ রান। নেই কোনো হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ রানের ইনিংস ৩৬।