ডেঙ্গু রোগী বেশি রাজধানীর বাইরের হাসপাতালে
গত এক সপ্তাহে ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত রোগী কমলেও রাজধানীর তুলনায় দেশের অন্যান্য জেলাগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘন্টায় সারাদেশে ১ হাজার ১৮৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এরমধ্যে, রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী এবং রাজধানীর বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ৫ হাজার ৩০ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এবছর বর্ষার শুরুতেই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ শুরু হয় এবং আগস্টের শুরুতেই ডেঙ্গু রোগীর সংখ্যা গত বছরের মোট ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যাকে ছাড়িয়ে যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ২৯ আগস্ট পর্যন্ত ৬৮ হাজার ৪১০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু আগস্ট মাসের ২৯ দিনেই ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ৮৮ জনের ‘মৃত্যু পর্যালোচনা’ করে এ পর্যন্ত ৫২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে বলে নিশ্চিত করেছে। তবে বেসরকারি তথ্য অনুযায়ী এ সংখ্যা তিনগুণেরও বেশী।