আইজিপি’র নির্দেশনা অনুসারে কাজে ফিরেছে সিলেট পুলিশ
পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশের পর, আজ কাজে যোগ দিয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এর ছয়টি থানার সদস্যরা।
এসএমপি-র ডেপুটি কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, সকালে জনগণ তাদের অভিযোগ নিয়ে থানাগুলোতে সমবেত হয়েছিল। এছাড়া, এসএমপি'র অধীনে আদালতের কার্যক্রমও চলমান রয়েছে।
এদিকে, রাজনৈতিক নেতা, কর্মী ও ছাত্রদের থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষদের পুলিশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে দেখা গেছে, যাতে তারা নির্বিঘ্নে কাজ করতে পারে।
নবনিযুক্ত আইজিপি মো. মাইনুল ইসলাম সব পুলিশ সদস্যদের, যারা অস্থিরতা ও হামলার মধ্যে তাদের কর্মস্থল ছেড়ে চলে গিয়েছিলেন, তাদের ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন।