পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
বৈরি আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার সকাল ১০ টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাটুরিয়া লঞ্চঘাট সুপারভাইজার পান্না লাল নন্দী বলেন, সকাল থেকে পদ্মা নদী এলাকায় প্রচন্ড বাতাস বইছে। যে কারণে নদী উত্তাল। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নদী এলাকায় আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে লঞ্চ চলাচল শুরু করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
মানিকগঞ্জের শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও আরিচা কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। তবে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এতে করে ঘাটে আগত যাত্রীরা ফেরিতে করে নৌরুট পারাপারের সুযোগ পাচ্ছে বলেও জানান তিনি।