পদত্যাগ করলেন শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
শনিবার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পদত্যাগপত্রে বলা হয়, 'ব্যক্তিগত কারণে উপাচার্য পদ থেকে পদত্যাগ করছি। আমার পদত্যাগপত্র গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।'
এর আগে গত বুধবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক দল এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা, প্রভোস্ট বডি, শিক্ষক সমিতিসহ আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া সব শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগ করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন।
আল্টিমেটামের মধ্যেই গত বৃহস্পতিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সব হলের প্রভোস্ট বডি রেজিস্ট্রার দপ্তরে তাদের পদত্যাগপত্র জমা দেন।