পদত্যাগ করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মঈন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন পদত্যাগ করেছেন। রবিবার (১১ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, 'ব্যক্তিগত কারণে উপাচার্য পদ থেকে পদত্যাগ করছি। আমার পদত্যাগপত্র গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।'
এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং প্রক্টরিয়াল বডির পদত্যাগ চায়।
শিক্ষার্থীদের দাবি মেনে উপাচার্য এবং প্রক্টরিয়াল বডি পদত্যাগ করলেও এখনও পদত্যাগ করেননি উপ-উপাচার্য অধ্যাপক ড. হূমায়ন কবির।
পদত্যাগের ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, 'আমি এরকম কোনো দাবি এখনো পাইনি।'
উল্লেখ্য, অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য। তিনি ইমরান কবির চৌধুরীর স্থলাভিষিক্ত হন।