পৃথক সমাবেশ ও বিক্ষোভের কারণে রাজধানীতে তীব্র যানজট
রাজধানীতে পৃথক সমাবেশ ও বিক্ষোভের কারণে তীব্র যানজট দেখা দিয়েছে। বিশেষ করে সচিবালয়, বাড্ডা, পান্থপথ, শাহবাগ এবং সিদ্ধেশ্বরী বিভিন্ন দাবিতে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চলছে। এসব বিক্ষোভ ও অবরোধের প্রভাব পড়েছে পুরো রাজধানী জুড়ে।
আজ প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে বিএনপির স্বেচ্ছাসেবক দল বাড্ডা ও খিলক্ষেত এলাকায় র্যাল করেছে। এদিকে সিদ্ধেশ্বরীতে সিদ্ধেশ্বরী গার্লস' হাই স্কুলের শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করেছে।
এদিকে, পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলের দোকান মালিকরা মার্কেটের ইনচার্জ মোহসিনুল করিমের অপসারণের দাবিতে রাস্তায় নেমেছেন। তাছাড়া বাংলাদেশ গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় এলাকার রাস্তা অবরোধ করেছে গ্রাম পুলিশ।
এসি (ট্রাফিক) রমনা জোন জানিয়েছে, বাংলামোটর, কাকরাইল মগবাজার এলাকায় গাড়ির চাপ বেশি। এছাড়া ভিআইপি মুভমেন্টের ছিল। যার কারণে এ এলাকাতে যানবাহন খুবই ধীরগতিতে চলছে।
মতিঝিল জোন ট্রাফিকের সহকারী কমিশনার ইমতিয়াজ আহমেদ টিবিএসকে বলেন, দুপুর ১২ টা থেকে সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শান্তিনগর মোড় অবরোধ করেছে। যার ফলে ওই এরিয়াতে যানচলাচল বন্ধ আছে। এছাড়া অন্যান্য জায়াগায় যানচলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে সকালে, র্যাডিসন হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়কে তীব্র যানজট থাকায় উত্তরা বা এয়ারপোর্টগামী যাত্রীদেরকে অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
ট্রাফিক পুলিশের গুলশান বিভাগ নিশ্চিত করেছে, বলাকার সামনে একটি একটি কভার্ড ভ্যান বিকল হয়ে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে।
এই যানজট ৩০০ ফুট রাস্তা এবং কুড়িলসহ আশেপাশের এলাকাগুলোকেও প্রভাবিত করছে। তবে, গুলশান বিভাগের ট্রাফিক পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে গাড়িটি রাস্তার পাশে সরিয়ে নেওয়া হয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।