থানায় হামলা, অস্ত্রলুট: নারায়ণগঞ্জে ৩০ হাজার ব্যক্তিকে আসামি করে মামলা
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের ঘটনায় অজ্ঞাত ৩০ হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ। আজ শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আনন্দ মিছিল শেষে কয়েক হাজার লোক জড়ো হয় আড়াইহাজার থানার সামনে। এসময় তাদের একটি দল থানায় হামলা চালায়। পুলিশ সদস্যরা প্রাণ রক্ষার্থে ফাঁকা গুলি ছুড়ে নিরাপদ স্থানে চলে যান। তবে হামলাকারীদের ছোড়া ইট-পাটকেলে অন্তত ২১ পুলিশ সদস্য আহত হয়।
পরে পুলিশ সদস্যরা পার্শ্ববর্তী মসজিদে আশ্রয় নেন এবং এসপির নির্দেশে সেখানে ইমামের কাছে অস্ত্র জমা রেখে নিরাপদ দূরত্বে চলে যায়। দুর্বৃত্তরা থানার গেট ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও বিপুল পরিমাণ অস্ত্র লুট করে নিয়ে যায়। এছাড়াও থানার বিভিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ সময় আড়াইহাজার থানা, গোপালদী তদন্ত কেন্দ্র, কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ি ভাঙচুর, লুটপাট ও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি ২০ লক্ষ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ বলেন, লুট করা অস্ত্র ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়ে হয়েছিল। নির্ধারিত সময় শেষে এখন অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।