বেগম আখতারের 'জোছনা করেছে আড়ি' নিয়ে মিউজিক্যাল ফিল্ম
পুরান ঢাকার নারিন্দায় শুটিং শেষে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে।
গজলের রাণী বলা হয় তাকে। শাস্ত্রীয় সংগীতের গজল, দাদরা ও ঠুমরি গানের জন্য আজও সমঝদার শ্রোতার মনে স্মরণীয় হয়ে আছেন। বলছি বেগম আখতারের কথা।
তার গাওয়া 'জোছনা করেছে আড়ি' গানটি নিয়ে রাশিদ পলাশ নির্মাণ করেছেন মিউজিক্যাল ফিল্ম 'জোছনা'। পুরান ঢাকার নারিন্দায় শুটিং শেষে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে।
রাশিদ পলাশ, 'জোছনা'য় নাম ভূমিকায় অভিনয় করেছেন মুক্তি। গানটি গেয়েছেন সম্পা দাস। সংগীত আয়োজন করেছেন বিবেক।
চলতি মাসের শেষ দিকে ইউফোরসির ব্যানারে অনলাইনে মুক্তি পাবে 'জোছনা'।