আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
তার এই ভাষণ রাষ্ট্রায়ত্ত বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।
অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে জাতির উদ্দেশ্য ভাষণ দিবেন।
তার এই ভাষণ রাষ্ট্রায়ত্ত বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।
অতিবৃষ্টিপাত এবং উজানে ভারতের বাধ খুলে দেওয়ার কারণে দেশের বেশকিছু জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে ড. ইউনূস এই ভাষণ দিতে চলেছেন।
বন্যায় এপর্যন্ত পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫১ লাখ মানুষ। এপর্যন্ত ১৮ জনের প্রাণহানিও হয়েছে, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।