পয়েন্ট কাটা গেল বাংলাদেশের, সাকিবকে জরিমানা
টেস্টে পাকিস্তানকে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগ পর্যন্ত দারুণ সময়ই কাটার কথা দলটির। কিন্তু এর মধ্যে অস্বস্তিতে পড়তে হলো আইসিসি শাস্তির কারণে। রাওয়ালপিন্ডি টেস্টে স্লো ওভার রেটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান পয়েন্ট খোয়াতে হয়েছে বাংলাদেশকে।
কেবল বাংলাদেশেরই নয়, পয়েন্ট কাটা হয়েছে পাকিস্তানেরও। এ ছাড়া আচরণবিধি ভঙ্গের অপরাধে শাস্তি দেওয়া হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে আইসিসি। দুই দল ও সাকিবকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।
ইতিহাসগড়া জয়ের টেস্টের শেষ দিনে আচরণবিধি ভঙ্গের দায়ে সাকিবকে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে। আইসিসির আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় সাকিবের বিরুদ্ধে। তার অপরাধ লেভেল-১ মাত্রার।
আচরণবিধিতে বলা আছে, 'ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা তৃতীয় কোনো ব্যক্তির দিকে বা তার কাছাকাছি অনুপযুক্তভাবে বা বিপজ্জনকভাবে বল (কিংবা বোতল বা কোনো সরঞ্জাম) ছুড়ে মারা।' পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারে দলটির ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের দিকে অনুপযুক্তভাবে বল ছুড়ে মারেন সাকিব।
পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে জেতার ম্যাচে নির্ধারিত সময়ে তিন ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। শাস্তি হিসেবে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাদের। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন পয়েন্ট কাটা গেছে। ২৪ থেকে নেমে বাংলাদেশের পয়েন্ট হবে ২১, তালিকার ছয় নম্বরে থাকছে তারা।
নিয়ম অনুযায়ী প্রতি ওভার দেরির জন্য ম্যাচ ফির ৫ শতাংশ ও একটি করে পয়েন্ট কাটা যায়। সেই হিসেবে পাকিস্তানের শাস্তিটা আরও বড় হয়েছে। নির্ধারিত সময়ে ছয় ওভারের ঘাটতি ছিল স্বাগতিকদের। তাদেরকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে, কেটে নেওয়া ৬ পয়েন্ট। ২২ পয়েন্ট থেকে ৬ পয়েন্ট কাটা যাওয়ায় তাদের অবস্থান এখন আট নম্বরে।