প্রথম জেনারেটিভ ফিচার নিয়ে ৯ সেপ্টেম্বর বাজারে আসছে আইফোন ১৬
বহুল প্রতীক্ষিত আইফোন ১৬ মডেল বাজারে আনার তারিখ ঘোষণা করেছে অ্যাপল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর 'ইটস গ্লোটাইম' স্লোগান নিয়ে ফোনটি বাজারে আসবে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০ টায় অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে একটি স্পেশাল ইভেন্টের মাধ্যমে ফোনটি উন্মুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে যে, গ্লোটাইম ট্যাগলাইন দ্বারা মূলত ফোনটিতে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত ফিচার যুক্ত করার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে।
এদিকে গত জুনে বাৎসরিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে অ্যাপলের পক্ষ থেকে আইফোনে এআই ফিচার যুক্ত করার কথা বলা হয়। এক্ষেত্রে সর্বপ্রথম কোম্পানিটির এআই-জেনারেটেড ইমোজির ওপর ফোকাস করা হয়।
যদিও আইফোন ১৫ প্রো-ম্যাক্সে অল্প কিছু এআই ফিচার যুক্ত করা হয়েছিল। তবে ধারণা করা হচ্ছে যে, আইফোন ১৬ হবে কোম্পানিটির প্রথম সম্পূর্ণ 'এআই ঘরানার' ফোন।
কনফারেন্সে অ্যাপলের পক্ষ থেকে চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সাথে পার্টনারশিপের কথা জানানো হয়। যেটি কি-না বর্তমানে বেশ চ্যালেঞ্জের মুখে রয়েছে।
যদিও বহু আগে থেকে আইফোনে স্বল্প পরিমাণে এআই প্রযুক্তি ব্যবহার করা হতো। যার মধ্যে লাইভ টেক্সট ও অটোকারেক্ট ফিচার অন্যতম। তবে এবার সম্ভাবনাময়ী জেনারেটিভ এআই নতুন আইফোনে বেশ আমূল পরিবর্তন আসবে।
এদিকে সিএফআরএ রিসার্চ টেকনলজি এনালিস্ট এনজেলো জিনো বলেন, "আইফোন ১৬ তে কী কী এআই ফিচার থাকবে সেটি প্রকাশ করা হয়নি। কেননা নতুন সব ফিচারগুলো ধীরে ধীরে আগামী বছরগুলোতে আসতে থাকবে। এটি মূলত একটি বিবর্তনীয় প্রক্রিয়া।"
জেনারেটিভ এআই ব্যবহার করে বই লেখা, ছবি ও অডিও তৈরি করা যায়। ধারণা করা হচ্ছে যে, এই সংযোজনটি অ্যাপলের ব্যবসায়িক গতিপথ পরিবর্তন করে দিতে পারে। কেননা প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়া ও অর্থনৈতিক অবস্থার জন্য চীনে আইফোনের বিক্রি কমে এসেছে।
এক্ষেত্রে সবচেয়ে বড় জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে মডেলটির দাম ঘিরে। ফোনটি নিয়ে আগ্রহীরা বহুকাল ধরেই এর দাম আরও কম হওয়া উচিত কি-না সেটি নিয়ে বিতর্ক করেছেন।
এদিকে জিনো মনে করেন, আইফোন ১৬ এর দাম বর্তমানের দামের তুলনায় বেশ কম হবে। তবে এআই সক্ষমতা যুক্ত করার জন্য ফোনটির দাম বৃদ্ধি পেতে পারে।
অনুবাদ: মোঃ রাফিজ খান