নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২১, আরও প্রাণহানির আশঙ্কা
নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদের ভেতর এসির বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ২১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতের এই দুর্ঘটনায় আরও ১৯ জন মারাত্মক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ড. সামন্তলাল সেন৷
শনিবার সাংবাদিকদের বলেন, "মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত ২১ জনে পৌঁছেছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
শুক্রবার রাতে এশার নামাজের পরপর নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে একযোগে ছয়টি এসি বিস্ফোরিত হয়৷
ফতুল্লা থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ঘটনার সময় মসজিদের ভেতরে অর্ধশতাধিক লোক নামাজ পড়ছিলেন।
তিনি বলেন, "এর মধ্যে হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটলে ভেতরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বিস্ফোরণের ধাক্কায় মসজিদের থাই গ্লাস উড়ে গিয়ে পড়ে। ভেতরে যারা ছিলেন, প্রায় সবাই কমবেশি দগ্ধ হয়েছেন। মসজিদ থেকে বেরিয়ে এসে বহু মানুষ রাস্তায় জমে থাকা পানিতে গড়াগড়ি খাচ্ছিলেন গায়ের আগুন নেভানোর জন্য।"
রাত পৌনে ৯টার দিকে ওই মসজিদে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল আহসান বলেন, তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।