নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণ: তিতাস গ্যাসের ৮ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার মসজিদে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় তিতাস গ্যাস লিমিটেডের ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তাদের দায়িত্বে অবহেলার কারণে মসজিদে বিস্ফোরণ ঘটার অভিযোগে সোমবার সাময়িক বরখাস্ত করা হয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলী মোহাম্মদ আল-মামুন।
সাময়িক বরখাস্তদের মধ্যে তিতাস গ্যাসের ফতুল্লা আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক, উপ ব্যবস্থাপক ও দুজন সহকারী প্রকৌশলী এবং বাকিরা কর্মচারী।
বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্তের পাশাপাশি ওই কর্মকর্তা-কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিতাসের এমডি।
এর আগে, শুক্রবার রাতে ওই মসজিদে প্রায় দেড়'শ মুসল্লি এশার নামাজ আদায়ের সময় ওই দুর্ঘটনা ঘটে। গ্যাস লিকেজের কারণেই বিস্ফোরণটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে মসজিদে থাকা ছয়টি এসির সবগুলো একসঙ্গে বিস্ফোরিত হয় এবং জানালার কাচ ভেঙ্গে চুরমার হয়ে যায়।
আহত ও দগ্ধ প্রায় ৪০ জনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে সেখান থেকে গুরুতর আহতদের ঢাকায় পাঠান চিকিৎসকরা। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।