ইউএস ওপেন জিতে সাবালেঙ্কার স্বপ্নপূরণ
জয় নিশ্চিত হতেই কোর্টে শুয়ে পড়লেন। শুয়ে দু হাতে মুখ ঢাকলেন। এভাবে গেল কয়েক মুহূর্ত। উঠে দাঁড়াতেই চোখ বেয়ে পড়তে থাকলো জল। এ যে আনন্দাশ্রু, সেটা না বলেও দিলেও হচ্ছে। আরিনা সাবালেঙ্কা কতো করে ইউএস ওপেন জিততে চেয়েছেন, সেটা বলে দিলেন ধারাভাষ্যকারও, 'কতো তীব্রভাবে যে গত কয়েক বছর ধরে এটা চাইছিলেন তিনি, অবশেষে ইউএস ওপেন জিতলেন আরিনা সাবালেঙ্কা।'
আরাধ্যের শিরোপা জিতেছেন বেলারুশের এই টেনিসকন্যা, ইউএস ওপেন পেয়েছে নতুন রানী। গ্র্যান্ড স্ল্যাম জেতার অভিজ্ঞতা থাকলেও এই আসরে পেরে উঠছিলেন না সাবালেঙ্কা। অবশেষে স্বপ্নপূরণ হলো তার, প্রথমবারের মতো জিতলেন ইউএস ওপেনের শ্রেষ্ঠত্বের মুকুট। নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৭-৫, ৭-৫ গেমে হারান সাবালেঙ্কা।
২৬ বছর বয়সী সাবালেঙ্কা ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। তার আগের দুটি শিরোপাই অস্ট্রেলিয়ান ওপেনে। গত বছর এবং এবার টানা দুবার অস্ট্রেলিয়ান ওপেন জেতেন তিনি। ইউএস ওপেন জিতে স্বপ্ন ছোঁয়া সাবালেঙ্কার অ্যাকাউন্টে গেছে বড় অঙ্কের প্রাইজমানি। পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি পেয়েছেন ৩৬ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৪৩ কোটি টাকারও বেশি।
ইউএস ওপেনে দুইবার সেমি-ফাইনাল থেকে বিদায় নেন সাবালেঙ্কা। গত আসরের ফাইনালে হারেন কোকো গফের বিপক্ষে। এবার শিরোপা ছুঁয়ে উচ্ছ্বসিত তিনি, মনে করেছেন হারের দিনগুলোর কথাও, 'এখানে অতীতের সেই কষ্টকর পরাজয়গুলো আমার মনে আছে। বিষয়গুলো মোটেও সহজ নয়। স্বপ্ন দেখা কখনও থামিয়ে দিইনি।'
'সেগুলো অর্জনের জন্য কেবল কঠোর পরিশ্রম করে গেছি। এই মুহূর্তে কিছু বলার ভাষা আমার নেই। বেশ কয়েকবার ইউএস ওপেনের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম। এটা সব সময়ই আমার স্বপ্ন ছিল। শেষ পর্যন্ত সুন্দর এই ট্রফিটি হাতে তুলতে পেরেছি। আমি নিজেকে নিয়ে দারুণ গর্বিত। একইসঙ্গে পুরো দলকে নিয়ে গর্বিত।' যোগ করেন তিনি।