সাতক্ষীরা সীমান্তে ১.৬ কোটি টাকার সোনার বারসহ গ্রেপ্তার ১
সাতক্ষীরার ভোমরা লক্ষীদারী সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ১১টি সোনার বার জব্দ করা হয়েছে। এসময় একজনকে গ্রেপ্তারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গ্রেপ্তার জাকির হোসেন (৩১) ভোমরা ইউনিয়নের লক্ষীদারী গ্রামের আরিজুল মোল্লার ছেলে।
বিজিবি-৩৩ এর অধিনায়ক আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৩৩-এর একটি দল বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে জাকিরকে ১১টি সোনার বারসহ হাতেনাতে গ্রেপ্তার করে।'
তিনি বলেন, 'গ্রেপ্তার ব্যক্তির দেহ তল্লাশি করে তার কোমরে গামছায় মোড়ানো ১১ পিস সোনার বার জব্দ করা হয়। এগুলোর ওজন প্রায় দেড় কেজি এবং আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা।'
তিনি আরও বলেন, 'এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করা হয়েছে এবং সোনার বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।'