চট্টগ্রামে যুবককে গান গেয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
চট্টগ্রামে খুঁটির সঙ্গে বেঁধে শাহাদাত হোসেন (২৪) নামের এক যুবককে গান গাইতে গাইতে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- ফরহাদ আহমেদ চৌধুরী ওরফে জুয়েল (৪২), আনিসুর রহমান ইফাত (১৯) ও মো. সালমান (১৬)।
আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, 'চট্টগ্রাম ছাত্র-জনতা ট্রাফিক গ্রুপ' নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মারধরকারীদের শনাক্ত করে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামের ষোলশহর ২ নম্বর গেট এলাকা থেকে মঙ্গলবার বিকেলে ফরহাদকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সালমান ও ইফাতকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের তারা ছিনতাইকারী সন্দেহে শাহাদতকে দফায় দফায় মারধরের বিষয়টি স্বীকার করেন। একপর্যায়ে শাহাদত নিস্তেজ হয়ে পড়লে তারা একটি গাড়িতে করে প্রবর্তাক মোড়ে শাহাদতের লাশ ফেলে পালিয়ে যায়।
শাহাদাত গত ১৩ আগস্ট দুপুর ২টার দিকে তার স্ত্রীকে সন্ধ্যা ৭টার মধ্যে ফিরে আসার কথা বলে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় তার ফোন বন্ধ পাওয়া গেলে স্ত্রী শারমিন আক্তার তাকে খুঁজতে থাকেন। পরের দিন সন্ধ্যার দিকে জানতে পারেন নগরীর প্রবর্তাক মোড়ে বদনা শাহ মিয়ার মাজারের কাছে শাহাদতের লাশ পড়ে আছে।
এ ঘটনায় তার বাবা নগরীর পাঁচলাইশ থানায় হত্যামামলা করেন।
শাহাদাত চট্টগ্রামের কোতোয়ালি থানার বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে থাকতেন। তিনি দিনমজুর ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাদনা গ্রামে। তার বিরুদ্ধে চুরিসহ ছয়টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে শাহাদাত নিহতের এক মাসেরও বেশি সময় পর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একদল যুবক শাহাদাতকে খুঁটির সঙ্গে বেঁধে পেটাচ্ছেন আর গান গাইছেন।