বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে, অন্তর্বর্তীকালীন কোচ সিমন্স
বাংলাদেশের ক্রিকেটে চান্দিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হওয়ার পথে। দুদিন পরই জাতীয় দলের প্রধান কোচের চাকরি হারাবেন তিনি। ক্রিকেটারদের হেনস্তা করা ও চুক্তির নিয়ম না মানায় আপাতত লঙ্কান এই কোচকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), করা হয়েছে ৪৮ ঘণ্টার সাসপেন্ড। এরপর তাকে বরখাস্ত করা হবে।
মঙ্গলবার জরুরি ভিত্তিতে ডাকা সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় তিনি নতুন কোচের নামও জানান। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ফিল সিমন্সকে। প্রাথমিক চুক্তি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন এই ওয়েস্ট ইন্ডিয়ান।
হাথুরসিংহেকে বরখাস্ত করা ও নতুন কোচ নিয়ে বিসিবি সভাপতি বলেন, 'বরখাস্ত করার আগে আমরা তাকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।'
হাথুরুসিংহেকে বরখাস্ত করা নিয়ে ফারুক আহমেদ বলেন, 'দুই তিনটি ঘটনা ঘটেছে, যেগুলো আসলে একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। পাশাপাশি এটা দলের জন্যও খুব একটা ভালো উদাহরণ ছিল না। সেগুলো বিবেচনা করে আজ আমরা তাকে একটা কারণ দর্শানো নোটিশ এবং দায়িত্ব থেকে অব্যহতির চিঠি দিয়েছি।'
লঙ্কান এই কোচের চাকরি হারানোর কারণ মূলত শৃঙ্খলাজনিত। যেখানে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের সঙ্গে হাতুরুসিংহের করা একটি আচরণ অন্যতম। ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চলাকালীন নাসুমকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ ওঠে হাথুরুসিংহের বিরুদ্ধে। বিষয়টি যাচাই-বাছাই করে লঙ্কান এই কোচের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি। ফারুক বলেন, 'একজন জাতীয় দলের খেলোয়াড়কে আপনি কখনোই শারীরিকভাবে আঘাত করতে পারেন না। এটার শাস্তি সেটাই, যেটা এখন হচ্ছে।'
প্রধান কোচের দায়িত্ব নিতে যাওয়া সিমন্সকে নিয়ে বিসিবি সভাপতি বলেন, 'তিনি হচ্ছেন এক ওয়েস্ট ইন্ডিয়ান। বেশ কয়েকটি জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, ফিল সিমন্স। তিনি ওয়েস্ট ইন্ডিজে দুই মেয়াদে হেড কোচ ছিলেন, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তান।'
'ভাবতে পারেন ওয়েস্ট ইন্ডিজের বাইরে কোনো বিগ নেম নাই। তিনি কোচ এবং তার ট্র্যাক রেকর্ড খুব ভালো। তিনি অনেকগুলো ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কাজ করেছেন। পাকিস্তানে এখনও কাজ করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে মেজর লিগে কাজ করেছেন। মোটামুটি সমৃদ্ধ তার ক্যারিয়ার। বুঝতে হবে এটা আমাদের অন্তর্বর্তীকালীন সময়, লম্বা সময়ের জন্য না। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই প্রাথমিক চুক্তিটা।' বলেন তিনি।