এইচএসসির ফলাফল পুনর্মূল্যায়নের দাবির মুখে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ ঘোষণা
এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রবিবার (২০ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
জাতীয় দৈনেক প্রথম আলো'র এক প্রতিবেদনে বলা হয়েছে, অধ্যাপক তপন কুমার সরকার আজ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামীকাল শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের দাবিগুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এর আগে, সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ও এর সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীদের একটি অংশ। এসময় ঢাকা শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মচারীর হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, 'এইচএসসি-ব্যাচ ২০২৪'-এর ব্যানারে একদল শিক্ষার্থী আজ ঢাকা শিক্ষা বোর্ড চত্বরে প্রবেশ করে এবং এইচএসসির ফলাফলকে 'বৈষম্যমূলক' আখ্যা দিয়ে এর বিরোধিতা করে বিক্ষোভ করেন। আহতদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।
তিনি আরো বলেন, শিক্ষা বোর্ডের কক্ষ ভাঙচুরের সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে থাকতে পারে।
গত ১৫ অক্টোবর প্রকাশিত হয় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল।
ফলাফলকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এসব শিক্ষার্থী সরকারের কাছে সব বিষয়ের ম্যাপিং করে ফল প্রকাশের দাবি জানান। এর আগে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে মিছিল করে শিক্ষা বোর্ডের দিকে যান।