৪৭তম বিসিএসে রেকর্ড ৩,৪৬০ পদে নিয়োগ দিতে পিএসসিকে নির্দেশনা
৪৭তম বিসিএস পরীক্ষায় রেকর্ড ৩৪৬০ শূন্য পদের বিপরীতে ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ বুধবার (২৩ অক্টোবর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, '৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে প্রবেশের পদে নিয়োগের জন্য ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/ বিভাগসমূহের চাহিদা মোতাবেক ৩৪৬০ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞাপ্তি জারি করে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে আজ (২৩ অক্টোবর ২০২৪) চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।'