৮ বছর বিরতির পর আসছে জনপ্রিয় ‘আইস এজ’ ফ্র্যাঞ্চাইজের নতুন ছবি
অ্যানিমেটেড ফিল্ম ফ্র্যাঞ্চাইজ 'আইস এজ' ভক্তদের জন্য সুখবর। প্রস্তুত হয়ে যান প্লাসিটোসিন যুগে (বরফ যুগ) ফিরে যেতে।
কারণ, ফিরছে জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ফ্র্যাঞ্চাইজ 'আইস এজ'। শুক্রবার ডিজনি ও টুয়েন্টিয়েথ সেঞ্চুরি অ্যানিমেশন ঘোষণা দিয়েছে, 'আইস এজ' সিরিজের ষষ্ঠ সিনেমা আসছে। অর্থাৎ ম্যানি, সিড, দিয়েগো দলবল নিয়ে আবারও ফিরছে পর্দায়।
একটি ভিডিওতে এ ফ্রাইঞ্চাইজের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দেওয়া অভিনেতা রে রোমানো, জন লেগুইজামো, কুইন লতিফা, ডেনিস লিরি ও সাইমন পেগ ঘোষণা দিয়েছেন, নতুন অ্যাডভেঞ্চারের জন্য ফিরছেন তারা।
বর্তমানে সিনেমাটির প্রোডাকশনের কাজ চলছে। তবে ছবিটি মুক্তির দিনক্ষণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
নতুন সিক্যুয়েলে রোমানো ফিরছেন ম্যামথ ম্যানির ভূমিকায়, লেগুইজামো থাকছেন স্লথ সিডের ভূমিকায় এবং লতিফা ফিরছেন ম্যামথ এলির চরিত্রে। ডেনিস লিরি ও সাইমন পেগও সিক্যুয়েলে তাদের আগের চরিত্রগুলোতে থাকছেন।
টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের চলচ্চিত্র ও টেলিভিশন সম্পত্তি ডিজনি অধিগ্রহণের পর ডিজনির মালিকানায় সিনেমা হলে মুক্তি পাওয়া 'আইস এজ' ফ্র্যাঞ্চাইজের প্রথম সিনেমা হবে এটি। ২০১৯ সালে ডিজনি টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের অন্যান্য সম্পত্তির সঙ্গে আইস এজ-এর স্বত্বও কিনে নেয়।
'আইজ এজ' ফ্র্যাঞ্চাইজের সর্বশেষ চলচ্চিত্র ছিল 'কলিশন কোর্স', ২০১৬ সালে মুক্তি পায়। ছবিটি বিশ্বব্যাপী ৪০৮.৫ মিলিয়ন ডলার আয় করে।
২০০২ সালে মুক্তি পায় 'আইস এজ'-এর প্রথম পর্ব। এরপর একে একে আসে এ ফ্র্যাঞ্চাইজের আরও ৫টি ছবি। পঞ্চম ছবি মুক্তির দীর্ঘ আট বছর পরে এল ষষ্ঠ পর্বের ঘোষণা।
২০০২ সালে যাত্রা শুরুর পর থেকেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে 'আইস এজ'। এ ফ্র্যাঞ্চাইজের মূল সিনেমাগুলোর পাশাপাশি বিভিন্ন ছোট আকারের শর্টস ও সিরিজও তৈরি হয়েছে।
২০২২ সালে 'দ্য আইস এজ অ্যাডভেঞ্চারস অভ বাক ওয়াইল্ড' নামে একটি স্পিন-অফও মুক্তি পায়। দর্শকরা এই সিরিজের প্রশংসা করলেও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।