নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-পাগলা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
আজ সোমবার (১১ নভেম্বর) বেলা ১২টা থেকে ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে এই অবরোধ শুরু হয়। এসময় বেশ কয়েকটি কারখানা ভাঙচুর করা হলে, আশেপাশের গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয়।
বেলা ১ টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা পুরো বিসিক শিল্পাঞ্চল বন্ধ করে দেন।
সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে শ্রমিকদের শান্ত করার চেষ্টা চালাচ্ছেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, "বেতন পরিশোধ না করে ক্রোনী গার্মেন্টস ও একই গ্রুপের অবন্তি কালার টেক্স বিনা নোটিশে বন্ধ করে দেয়া হয়েছে। বার বার বেতন পরিশোধের দাবি জানালেও। মালিকপক্ষ টালবাহানা করছে। নারায়ণগঞ্জ প্রশাসনও কোনো সমাধান দিতে পারছে না।"
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, "ক্রোনী ও অবন্তি গার্মেন্টস শ্রমিকদের বেতন দিতে পারছে না। দীর্ঘদিন যাবতই এ নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ রয়েছে।"
তিনি বলেন, "এখানে জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন, আমাদের পুলিশের ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। সকলে মিলে শ্রমিক নেতাদের নিয়ে বিষয়টি সমাধানের জন্য আমরা আলোচনা করছি।"