২২ বছর বয়সেই না ফেরার দেশে ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার
২০ বছর বয়সেই অভিষেক হয়েছিল ইকুয়েডর জাতীয় ফুটবল দলে, খেলেন দুটি ম্যাচ। ক্লাব ফুটবলে চার বছরে খেলেছেন চারটি ক্লাবে। সামনে কতোই না পথ পাড়ি দেওয়ার ছিল। কিন্তু ২২ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন ইকুয়েডরের ফুটবলার মার্কো আনগুলো। গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ডিফেন্সিভ এই মিডফিল্ডার। মঙ্গলবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন।
গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার এক মাসেরও বেশি সময় পর মারা গেলেন আনগুলো। গত ৭ অক্টোবর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মাথা ও ফুসফুসে আঘাত পান আনগুলো। তখন থেকেই ইকুয়েডরের রাজধানী কিটোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তরুণ এই ফুটবলার, তাকে সাত দিন নিবিড় তত্ত্বাবধানেও রাখা হয়। কিন্তু সোমবার জীবন যুদ্ধে হার মানতে হয় তাকে। একই দুর্ঘটনায় মারা গেছেন বয়সভিত্তিক দলে আনগুলোর সঙ্গে খেলা রবার্তো কাবেজাসও।
আনগুলোর মৃত্যুতে শোক জানিয়ে ইকুয়েডর ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, 'মার্কো আনগুলোরর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন। সে তার প্রতিভা ও নিষ্ঠা দিয়ে প্রতিটি সুযোগে আমাদের দেশের মান রক্ষা করেছে।'
'মার্কো কেবল একজন অসাধারণ খেলোয়াড়ই ছিলো না, সে দুর্দান্ত একজন টিমমেটও ছিলো। তার বিদায় আমাদের হৃদয়ে গভীর দুঃখ তৈরি করেছে, বিশেষ করে আমরা যারা তার সঙ্গে অসংখ্য ভ্রমণ, অনুশীলন ক্যাম্প ও ম্যাচে অংশ নিয়েছি। শান্তিতে ঘুমাও আনগুলো।'
ইকুয়েডর অনূর্ধ্ব-১৭ ও ২০ দলে খেলা আনগুলোর জাতীয় দলে অভিষেক হয় ২০২২ সালে। এর দুই বছর আগে পেশাদার ক্লাব ফুটবলে যাত্রা শুরু তার, নাম লেখান ইকুয়েডরের ক্লাব ইন্দিপেনদিয়েন্তে জুনিয়র্সে। পরের বছর তার ঠিকানা হয় ইকুয়েডর সিরি আ'র ক্লাব ইন্দিপেনদিয়েন্তে দেল ভালেতে। ক্লাবটিতে এক বছর খেলে আনগুলো পাড়ি জমান মেজর লিগের দল এফসি সিনসিনাটিতে।
সিনসিনাটি থেকে ধারে ইকুয়েডরের ক্লাব লিগা দেপোর্তিভা ইউনিভারসিতারিয়াতে খেলে আসছিলেন তিনি। আনগুলোর অকাল মৃত্যুতে সিনসিনাটি তাদের বিবৃতিতে লিখেছে, 'মার্কোকে হারিয়ে আমরা গভীরভাবে মর্মাহত। সে উল্লসিত ও বিনীত তরুণ ছিলো। যে রুমেই পা দিতো, আলোকিত করতো।'