শেষ আটের প্রতিপক্ষ কারা, জানল আর্জেন্টিনা
কোপা আমেরিকা শেষ আটে আগেই উঠে বসে ছিল আর্জেন্টিনা। তবে নিশ্চিত ছিল না তাদের প্রতিপক্ষ কে হবে। সেই অপেক্ষাও ফুরোলো।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ইকুয়েডরের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা৷ টেক্সাসের হিউস্টনে ম্যাচটি হবে বাংলাদেশ সময় ৫ জুলাই সকাল সাতটায়।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে দাঁড়াতে পারেননি লিওনেল স্কালোনি। শেষ আটের ম্যাচে স্কালোনি তো ফিরছেনই, মেসিকে পাওয়ার সম্ভাবনাও রয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।
ইকুয়েডর আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে 'বি' গ্রুপে রানার্সআপ হয়ে। আজ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করে ইকুয়েডর। এতে মেক্সিকো–ইকুয়েডর দুই দলের পয়েন্ট সমান ৪ হলেও লাতিন আমেরিকার দেশটি গোল ব্যবধানে এগিয়ে (+১) গ্রুপে দ্বিতীয় হয়েছে।
একই গ্রুপের অন্য ম্যাচে জ্যামাইকাকে ৩–০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলা। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলা ভেনেজুয়েলা ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে শেষ আটে পেয়েছে কানাডাকে। ৬ জুলাই ভেনেজুয়েলা–কানাডা ম্যাচের জয়ী দল সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা–ইকুয়েডরের মধ্যে জয়ী দলের বিপক্ষে।