নির্বাসন থেকে ফেরা মালদ্বীপের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ
ম্যাচ শেষ, টিভি ক্যামেরায় গ্যালারি দেখানো হচ্ছিল। স্বভাবতই সবখানে নিরবতা, ঘরের মাঠেই বাংলাদেশ যে ম্যাচটা হেরে গেছে। এর মাঝে ক্যামেরায় দেখা গেল বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালকে। এই অভিজ্ঞতা হোক, নিশ্চয়ই সেটা চাওয়া ছিল না দেশের নব-নির্বাচিত ফুটবল প্রধানের। সভাপতি নির্বাচিত হয়ে মাঠে যাওয়ার প্রথম ম্যাচেই দেখলেন দলের হতাশা জাগানো হার।
হতাশা হারের, হতাশা বারবার সুযোগ তৈরি করেও গোল না দিতে পারার। এরচেয়েও বড় হতাশা প্রতিপক্ষ মালদ্বীপের ফুটবলে ফেরার পর্ব রাঙানোর পথ তৈরি করে দেওয়ার। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আজই প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মালদ্বীপ। এতোদিন নির্বাসনে থাকা দলটির বিপক্ষেও জয়ের মুখ দেখা হলো না বাংলাদেশের, ঘরের মাঠেই হেরে গেল চরম হতাশা জাগিয়ে। মালদ্বীপের বিপক্ষে তিন ম্যাচে অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল বাংলাদেশ।
বুধবার বসুন্ধরা কিংস অ্যারেনায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচে হাভিয়ের কাবরেরার শিষ্যরাই বেশি দাপট দেখায়, আক্রমণ সাজানোতেও আধিপত্য দেখায় তারা। কিন্তু বারবার গোলপোস্টের কাছে গিয়ে খেই হারান মোরসালিন-রাকিবরা। সহজ সুযোগও হাতছাড়া করেছেন তারা। কিন্তু মালদ্বীপ শুরুর দিকে সুযোগ পেয়েই এগিয়ে যায়, দলের পক্ষে একমাত্র গোলটি করেন আলী ফাসির। পরের ম্যাচ আগামী শনিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
আজকের ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছে ডিফেন্ডার শাকিল আহাদ তপুর। এই ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ম্যাচটি খেলা হয়নি তার। জামালের অবর্তমানে আর্মব্যান্ড ওঠে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনের হাতে। জামালের না থাকায় তেমন কোনো প্রভাব পড়েনি। মাঝমাঠ ঠিকভাবেই সামলে আক্রমণে গেছে বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে হানা দিলেও বারবার সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকরা।
শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে মোরসালিনের নেওয়া শট মালদ্বীপের ডিফেন্ডার ইউসুফ হুসেইনের পায়ে লেগে থামে। এরপর চলতে থাকে বাংলাদেশের আক্রমণ। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা মালদ্বীপও সুযোগ পেলেই গোলের খোঁজে মরিয়া হয়ে উঠেছে। দলটির বিপক্ষে কিছুটা এলেমেলো ছিলেন আনিসুর রহমান জিকোর বদলে গোলপোস্ট সামলানোর দায়িত্ব পাওয়া মিতুল মারমা। শুরুর দিকে স্নায়ুচাপে ভুগেছেন তিনি।
১৫তম মিনিটে সুযোগ পায় বাংলাদেশ, কিন্তু ফাহিমের ক্রস থেকে বল পেলেও শট নিতে পারেননি রাকিব। এর দুই মিনিট পর গোল হমজ করে বসে বাংলাদেশ। ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পায় মালদ্বীপ। হামজা মোহাম্মদের নেওয়া ফ্রি কিক খুঁজে নেয় অরক্ষিত ফাসিরকে, হেডে বাংলাদেশের জালে বল জড়িয়ে দেন তিনি। বাংলাদেশের গোলরক্ষক প্রস্তুত না থাকায় ফেরানোর চেষ্টাই করতে পারেননি। এই গোলটি আর শোধ করা হয়নি বাংলাদেশের। বাকি সময়ে অনেক সুযোগ তৈরি করলেও জালের ঠিকানা খুঁজে নিতে ব্যর্থ হয় তারা।