‘চেহারায় নয়, ধর্ষকরা মানসিকতায় কুৎসিত’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। প্রায় প্রতিদিনই খবরের কাগজে ছাপা হচ্ছে ধর্ষণ কিংবা নারী নির্যাতনের খবর। সর্বশেষ নোয়াখালির বেগমগঞ্জে নারীর প্রতি সহিংসতার এক ঘটনা নাড়িয়ে দিয়েছে সবাইকে। বেগমগঞ্জে ১৪/১৫ যুবক এক নারীর প্রতি পাশবিক নির্যাতন চালায়।
২ সেপ্টেম্বরের সেই ঘটনা নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নারীর প্রতি এমন সহিংসতার ঘটনায় পুরো দেশ উত্তাল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে হচ্ছে মানববন্ধন।
এই প্রতিবাদে সামিল হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ওয়ানডের সফলতম এই অধিনায়ক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ষণবিরোধী একটি পোস্ট দিয়েছেন।
মাশরাফি লিখেছেন, 'আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে?'
মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে মাশরাফি আরও লিখেছেন, 'তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।'
ধর্ষণবিরোধী পোস্ট দিয়েছেন মুশফিকুর রহিমও। জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার তার পোস্টে লিখেছেন, 'আমরা আর চুপ থাকতে পারি না। কোনো ধরনের ধর্ষণ বা যৌন নিপীড়ন সহ্য করা যাবে না। সমাজে এর কোনো স্থান নাই। জেগে ওঠো বাংলাদেশ। ধর্ষণকে না বলুন। না মানে না।' আগের দিন সাকিবও ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দেন।