গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে আবারও ভেটো দিল যুক্তরাষ্ট্র
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে ফের ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (২০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও, যুক্তরাষ্ট্র একমাত্র এর বিরোধিতা করেছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এতে ভেটো দিয়েছে কারণ এতে যুদ্ধবিরতি শর্ত হিসেবে গাজার বন্দিদের মুক্তির কথা উল্লেখ করা হয়নি। প্রস্তাবে সব বন্দিকে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হলেও, প্রস্তাবনায় যে ভাষা ব্যবহার করা হয়েছে তা অনুযায়ী, বন্দিদের মুক্তি কেবল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই সম্ভব হবে।
এই প্রস্তাবটির অধীনে গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার, মানবিক সাহায্যের প্রবাহ বাড়ানো এবং ইউএনআরডাব্লিউএ-এর কাজ সহজ করার আহ্বান জানানো হয়েছিল।
জাতিসংঘের ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র– আলজেরিয়া, ইকুয়েডর, গায়ানা, জাপান, মাল্টা, মোজাম্বিক, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া ও সুইজারল্যান্ড এটি প্রস্তাব করেছিল।
গত ৭ অক্টোবর গাজায় সংঘাত শুরুর পর থেকে যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদে ওঠা চারটি প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র।
গাজার এই সংঘাতের কারণে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। জাতিসংঘ আবারবার সতর্ক করে বলেছে, সেখানে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্র গত এক বছর ধরে যুদ্ধবিরতি ও বন্দিদের মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থনের কারণে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা এবং উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।