২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬ জন
আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত অন্তত ১০ জন রোগী মারা গেছেন। এতে চলতি বছরে মশাবাহিত এই রোগে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৪৮ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন এবং ঢাকা বিভাগে চারজন মারা গেছে। মৃতদের মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একজন করে আছেন।
এসময়ে অন্তত ৮৮৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে ২০৬ জন রোগীকে ঢাকা উত্তর সিটির হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। আর ঢাকা দক্ষিণের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ১৬৭ জন।
বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩ হাজার ৮০৮ জন ডেঙ্গু রোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮৫ হাজার ৭১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
গত বছর ডেঙ্গু জ্বরে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, প্রাণহানির দিক থেকে যা ছিল সর্বাধিক। গত বছরে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে সুস্থতা লাভ করেন ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ জন।