জন্মের পর থেকে সন্তানকে ড্রয়ারে লুকিয়ে রাখতেন, ৭ বছরের কারাদণ্ড মায়ের
জন্মের পর থেকে শিশুকন্যাকে ড্রয়ারে লুকিয়ে রাখার অভিযোগে এক মাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। খবর বিবিসি'র।
কৌঁসুলিরা জানিয়েছেন, শিশুটি তার জন্মের পর থেকে তিন বছর কখনো সূর্যের আলো বা তাজা বাতাস পায়নি। একদিন ওই বাড়িতে এক অতিথি গিয়ে শিশুটির কান্নার শব্দ শুনে তার উপস্থিতি টের পান।
গোপনীয়তার কারণে শিশুটির বা তার পরিবারের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
আদালতে জানানো হয়, মা শিশুটির উপস্থিতি তার সঙ্গী বা অন্য সন্তানদের কাছেও গোপন রেখেছিলেন। মেয়েটি ছিল অপুষ্ট, এবং তাকে সিরিঞ্জে মিল্কি উইটাবিক্স খাওয়ানো হতো। শিশুটির মুখে ও শরীরে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা ছিল, কিন্তু তার মা কখনোই চিকিৎসা করাননি। তিনি একাধিক শিশু নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এবং চেস্টার ক্রাউন কোর্টে তার বিচারকাজ চলমান।
ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের র্যাচেল ওর্থিংটন বলেন, শিশুটি নিজের নামও জানতো না এবং তাকে দীর্ঘসময় একা থাকতে হতো, খাবারের অভাবে সে নিজের জন্য লড়াই করতো।
শিশুটি যখন খুঁজে পাওয়া যায়, তখন তার চুল জট বাঁধা ছিল, ত্বকে ফুসকুড়ি এবং শরীর ছিল বিকৃত।
বিচারক এভারেট বলেন, 'এটি একেবারে বিশ্বাসের বাইরে। আপনি পরিস্থিতি এতটা গোপন রাখার চেষ্টা করেছেন, কিন্তু এক সময় তা প্রকাশ পেয়ে গেছে।'