চট্টগ্রামে প্রতারণার মামলায় সাহেদের ৪ দিনের রিমান্ড
প্রতারণার দায়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ করিমকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন।
এর আগে, দুপুর সোয়া ১টার দিকে সাহেদ করিমকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে হাজির করা হয়। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে শুনানির জন্য রেফার করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারি কমিশনার প্রসিকিউশন কাজী সাহাব উদ্দিন বলেন, 'প্রতারণা মামলায় আলোচিত সাহেদ করিমকে জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষ রিমান্ড আবেদন করলে মাননীয় আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।'
এর আগে, গত শনিবার বিকাল সোয়া ৩টায় মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
গত ১৩ জুলাই চট্টগ্রামের ডবলমুরিং থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ করিম ও শহীদুল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৯১ লাখ ২৫ হাজার টাকা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেন চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুদ্দিন মহসীন।
চট্টগ্রাম নগরের ডবলমুরিংয়ের ধনিয়ালাপাড়ার মেগা মোটরর্সের মালিক জিয়াউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের পক্ষে তার চাচাতো ভাই সাইফুদ্দিন মহসীন মামলাটি দায়ের করেন।
ওই মামলায় সাহেদের বিরুদ্ধে নগদ ৩২ লাখ এবং চেকের মাধ্যমে ৫৯ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়। ঢাকায় ২০০টি তিন চাকার গাড়ি নামানোর অনুমোদন সরকার থেকে নিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে সাহেদ এই টাকা হাতিয়ে নেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
এই ঘটনায় জিয়াউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর অসুস্থ হয়ে পড়ায় ও আলোচনার ভিত্তিতে বিষয়টি মীমাংসা করতে গিয়ে মামলা দায়েরে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।