দিয়ে যাওয়া কথা রেখে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স
শিরোপা জেতার আশার কথা জানিয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে খেলতে গিয়েছিল রংপুর রাইডার্স। যদিও আসরে প্রত্যাশার শুরু পায়নি বিপিএলের দলটি। প্রথম দুই ম্যাচে হেরে কোণঠাসা অবস্থায় পড়ে যায় রংপুর। সেখান থেকে কেবল ঘুরে দাঁড়ানোই নয়, টানা দুই জয় ও রান রেটেরে সমীকরণে ফাইনালেও উঠে যায় তারা। আর শিরোপার লড়াইয়ে দেখা মিললো দাপুটে রংপুরের, চ্যাম্পিয়নের মুকুট উঠলো তাদের মাথায়ই।
শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়াকে ৫৬ রানের বড় ব্যবধানে হারিয়েছেন রংপুর রাইডার্স। শিরোপা জয়ের পাশাপাশি মোটা অঙ্কের অর্থযোগও হয়েছে দলটির। দুই ম্যাচ জয়ের জন্য ৫০ হাজার ডলার ও চ্যাম্পিয়নের প্রাইজমানি হিসেবে ৫ লাখ ডলার জিতেছে রংপুর। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি ৫৭ লাখ টাকারও বেশি।
শিরোপার লড়াইয়ে টস জিতে আগে ব্যাটিং করতে নামা রংপুর দুই ওপেনার স্টিভেন টেইলর ও ম্যাচসেরা সৌম্য সরকারের ব্যাটে দুুর্দান্ত শুরু পায়। দলের সংগ্রহেও এ দুজনের অবদান সবচেয়ে বড়। সৌম্য ও টেইলরের ব্যাটে ৩ উইকেটে ১৭৮ রান তোলে রংপুর। জবাবে শেখ মেহেদি হাসান, হারমিত সিং, রিশাদ হোসেনদের বোলিংয়ের সামনে খুব বেশি পথ পাড়ি দিতে পারেনি ভিক্টোরিয়া, ১৮.১ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায় তারা।
লক্ষ্য তাড়ায় ভিক্টোরিয়ার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন জো ক্লার্ক। ২২ বলে ৭টি চারে ৪০ রান করেন তিনি। এ ছাড়া ব্লেক ম্যাকডোনাল্ড ১৬, সঞ্জয় কৃষ্ণমূর্তি ১০, কারিমা গোর ১৩ ও ডমিনিক ড্রেকস ১৩ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। রংপুরের হয়ে দুর্দান্ত বোলিং করা যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিং ৪ ওভারে ১৯ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন শেখ মেহেদি, রিশাদ ও সাইফ হাসান। একটি উইকেট পান কামরুল ইসলাম রাব্বি।
এর আগে ব্যাটিং করা রংপুর দাপুটে শুরুর পর উদ্বোধনী জুটি থেকে বড় রান পায়। ১৪ ওভারে ১২৪ রানের জুটি গড়েন সৌম্য ও টেইলর। অসাধারণ ব্যাটিং করা সৌম্য ৫৪ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৮৬ রান করেন। ম্যাচ সেরার পাশাপাশি টুর্নামেন্ট সেরাও হন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৫ ম্যাচে ২ হাফ সেঞ্চুরিসহ ৪৭.০০ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৮৮ রান করেছেন তিনি। ফাইনালে ৪৯ বলে ৪টি করে চার ও ছক্কায় ৬৮ রান করেন টেইলর। ভিক্টোরিয়ার ড্রেকস, ব্রিথিসেল ও কারিমা একটি করে উইকেট নেন।