সুরমা নদীর পরিচ্ছন্নতা অভিযানে তিন ব্রিটিশ সাংসদ
‘ক্লিন সুরমা গ্রিন সিলেট’ হল প্রকল্পের নাম। এর অধীনে সিলেটের সুরমা নদীর তীর পরিচ্ছন্ন করতে মাসব্যাপী অভিযানে নেমেছেন একদল স্বেচ্ছাসেবী। সোমবার (১৭ সেপ্টেম্বর) এ অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের মধ্যে ছিলেন তিন ব্রিটিশ সাংসদ। তাঁরা হলেন, ইংল্যান্ডের কনজারভেটিভ পার্টির সাংসদ পল স্কালি, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যানি মারগারেট মেইন এমপি এবং বব ব্ল্যাকম্যান এমপি।
তাদের নেতৃত্বে বাংলাদেশের আরও ২২ স্বেচ্ছাসেবী মিলে এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।
সিলেট নগরীকে দু’ভাগ করে বয়ে গেছে সুরমা নদী। নদীর দু’তীরেই জমে রয়েছে আবর্জনার ভাগাড়। ফলে দূষিত হচ্ছে পানি। ভরাট হয়ে পড়েছে নদীতীর।
সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সুরমা নদীর পাড়ে চাঁদনীঘাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় দলটি।
এ সময় ব্রিটিশ সাংসদরারা বলেন, “সিলেট তথা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। এখানকার তরুণ সমাজ যেভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে, তা আসলেই একটা উদাহরণ। আমরাও তাদের সঙ্গে পরিবেশরক্ষার আন্দোলনে এখানে অংশ নিতে পেরে গর্বিত।”
সাংসদরা সুরমা নদীর পাড় পরিষ্কার রাখতে সকলের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে যে কোনো প্রয়োজনে তাদের পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে সহযোগিতার আশ্বাস দেন।
প্রকল্পের সমন্বয়ক আসাদ উদ্দিন এই পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়ে বললেন, “কর্মসূচিটির বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই ব্রিটিশ সাংসদদের যুক্ত করা হয়েছে। যাতে তাদের দেখে নগরবাসী নদীতে ময়লা না ফেলেন, উদ্বুদ্ধ হন নদীর তীর পরিচ্ছন্ন রাখতে।”