আইয়ুব বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
কিংবদন্তি গায়ক, গিটারিস্ট, সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী রোববার।
আইয়ুব বাচ্চুর প্রতি প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচি পালন করছে তার ভক্ত অনুরাগী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
২০১৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে দেশ-বিদেশের অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় ব্যান্ড এলআরবি'র (লাভ রানস ব্লাইন্ড) প্রতিষ্ঠাতা ও ফ্রন্টম্যান আইয়ুব বাচ্চু।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের এই কিংবদন্তি, যিনি 'এবি' নামেই বেশি পরিচিত।
১৯৭৮ সালে চট্টগ্রামের স্থানীয় ব্যান্ড 'ফিলিংস'-এ যোগ দেওয়ার মধ্য দিয়ে ব্যান্ড জগতে প্রবেশ করেন আইয়ুব বাচ্চু। এরপর ১৯৮০ সালে তিনি যোগ দেন দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড 'সোলস'-এ। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এই ব্যান্ডের সাথেই যুক্ত ছিলেন। পরে ১৯৯১ সালে গড়ে তোলেন ব্যান্ডদল এলআরবি।
মৃত্যুর আগ পর্যন্ত এলআরবি'র মূল কন্ঠশিল্পী ছিলেন আইয়ুব বাচ্চু।