সহপাঠী হত্যার প্রতিবাদে রামপুরায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী হত্যা ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছেন।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে তারা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ-এর ব্যানারে রামপুরা সেতুর পূর্ব পাশের সড়কে অবস্থান নিয়ে বাড্ডা থেকে রামপুরা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।
এ সময় সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিত থাকতে দেখা যায়।
সম্প্রতি দুর্বৃত্তদের হাতে খুন হন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাসবির হোসেন শিহান (২৬) ও এআইইউবি (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত (২০) সহ তিন শিক্ষার্থী।
এসব খুনের প্রতিবাদসহ 'বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও দেশজুড়ে অভ্যুত্থানকারী ছাত্র-জনতার নিরাপত্তাহীনতার প্রতিবাদে'ও এ বিক্ষোভ মিছিল ও মশাল মিছিলের আয়োজন করেছেন শিক্ষার্থীরা।
বিক্ষোভে উপস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা বলেন, 'আমরা ক্লাসরুমে ফিরে গেলেও আবার রাস্তায় নামতে হচ্ছে। সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।'
'কিন্তু এখন পর্যন্ত কেউ আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে না। আমরা জানতে চাই, কেন এবং কীভাবে তাদের হত্যা করা হয়েছে,' বলেন এ বিক্ষুব্ধ শিক্ষার্থী।
বিপ্লবোত্তর বাংলাদেশে আর কোনো বৈষম্য দেখতে চান না উল্লেখ করে তিনি আরও বলেন, 'আমাদের প্রশ্নের জবাব দিতে হবে।'
আজ বিকাল ৫টা ২০ মিনিটে সেনাবাহিনীর সদস্যরা বিক্ষোভস্থলে উপস্থিত হন।
নিহত সীমান্তর বাবা হাজী আলম চাঁন আজ টিবিএসকে বলেন, ১২ ডিসেম্বর নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় সীমান্ত (২০) ছিনতাইকারীর হাতে ছুরিকাঘাতের শিকার হন। দুদিন পর গত ১৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়।
তিনি আরও জানান, ১২ ডিসেম্বর সকাল ৮টার দিকে সীমান্ত বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর একটি অচেনা নম্বর থেকে আমার নম্বরে কল করে আমাকে জানানো হয় সীমান্তের অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে আমরা ঘটনাস্থলে যাই। সীমান্তর মাথা, হাত ও উরুতে ছুরিকাঘাত করে তার ফোন ও কাছে থাকা এক হাজার ৮০০ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন বলেন, এটি ছিনতাইয়ের ঘটনা। এরই মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।
একইদিন সকাল ৬টার দিকে উত্তরায় অফিসে যাওয়ার পথে গাজীপুরের মৌচাক এলাকায় হামলার শিকার হন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী শিহান।
শিহানের ব্যাচমেট নাজিফা জান্নাত টিবিএসকে বলেন, তাকে ছুরিকাঘাত করে লাশ মৌচাক এলাকায় একটি পুলিশ ফাঁড়ির কাছে ফেলে দেওয়া হয়। প্রায় চার ঘণ্টা পর তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানানা নাজিফা।