ভারতের বিপক্ষে বড় হার বাংলাদেশের মেয়েদের
দারুণ পথচলায় এবার থমকে দাঁড়াতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে। এশিয়া কাপে টানা দুই জয় পাওয়া দলটি ভারতের বিপক্ষে সামান্যতম লড়াইও করতে পারলো না। আগে ব্যাটিং করে বাংলাদেশের মেয়েরা যে রান তোলে, হেসেখেলেই তা পাড়ি দেয় ভারত।
বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। এই ম্যাচ হারলেও ফাইনালের আশা বেঁচে আছে তাদের। পরের ম্যাচে নেপালের বিপক্ষে জিতলেই মিলবে ফাইনালের টিকেট। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ২০ ডিসেম্বর নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
৪ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে বাংলাদেশ। শীর্ষে থাকা ভারতের পয়েন্ট পাঁচ। শ্রীলঙ্কাকে হারালে ৭ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠবে ভারত। নেপালকে হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গী হবে বাংলাদেশ। নেপালেরও সম্ভাবনা আছে, বাংলাদেশকে হারাতে পারলে তাদের পয়েন্ট হবে ৬; যা ফাইনাল খেলার জন্য যথেষ্ট। তিন পয়েন্ট তলানির দল শ্রীলঙ্কা।
আজ ভারতের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ সুবিধা করতে পারেনি। যদিও শুরুটা একেবারে মন্দ ছিল না তাদের। কিন্তু উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত ধারায় উইকেট হারানো বাংলাদেশ ৮ উইকেটে তোলে ৮০ রান। বাংলাদেশের কেউ ১৪ রানের বেশি করতে পারেননি। জবাবে ১২.১ ওভারেই জয় তুলে নেয় ভারত, ৪৭ বল হাতে রেখে জেতে তারা।
লক্ষ্য তাড়ায় ভারতকে সহজ জয় এনে দেওয়ার কারিগর গঙ্গাদি ত্রিশা। ডানহাতি এই ওপেনার ইনিংস উদ্বোধন করতে নেমে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৪৬ বলে ১০টি চারে ৫৮ রান করেন তিনি। তার সঙ্গে ৬৪ রানের জুটি গড়া ভারত অধিনায়ক নিকি প্রসাদ ১৪ বলে একটি চার ও একটি ছক্কায় অপরাজিত ২২ রান করেন। বাংলাদেশের আনিসা আক্তার সোবা ২টি উইকেট নেন।
এর আগে ব্যাটিং করা বাংলাদেশের কেউ-ই উইকেটে সেভাবে টিকতে পারেননি। কজন টিকলেও রানচাকা ঘোরাতে পারেননি। সর্বোচ্চ ১৪ রান করেন মোসাম্মত ইভা। ফাহমিদা চয়া ১০, নিশিতা আক্তার নিশি ১০ ও হাবিবা ইসলাম ১১ রান করেন। দলের আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। ভারতের আয়ুশা শুকলা ৩টি ও সোনাম যাদব ২টি উইকেট নেন।