ফ্যাক্ট চেক: শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেনি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে বলে আজ (২২ ডিসেম্বর) সকালে সংবাদ প্রকাশ করে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম। তবে তথ্যটি সঠিক নয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, রেড নোটিশ জারি হয়েছে কিনা, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
পুলিশ সদর দপ্তর থেকেও জানানো হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া সাক্ষাৎকারে পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইংয়ের অতিরিক্ত মহাপরিদর্শক এনামুল হক বলেন, 'আমরা কয়েকদিন আগে শেখ হাসিনার গ্রেপ্তারের জন্য রেড নোটিশ জারির অনুরোধ জানিয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছি। তবে নোটিশ জারি হওয়ার ব্যাপারে এখনও কোনো তথ্য পাইনি'।
ইন্টারপোলের অফিসিয়াল ওয়েবসাইটেও রেড নোটিশের তালিকায় শেখ হাসিনার নামের কোনো উল্লেখ পাওয়া যায়নি।
এর আগে বিভিন্ন গণমাধ্যম তাজুল ইসলামকে উদ্ধৃত করে 'শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে' —এমন শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
উল্লেখ্য, ইন্টারপোল বর্তমানে মোট ৬ হাজার ৬৫৬টি পাবলিক রেড নোটিশ জারি করেছে, এর মধ্যে ৬৩টি রেড নোটিশ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে।
ইন্টারপোলের রেড নোটিশ হলো সদস্য দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে একটি অনুরোধ, যা কোনো ব্যক্তিকে খুঁজে বের করা এবং তাকে সাময়িকভাবে গ্রেপ্তারের জন্য করা হয়। এটি নির্দিষ্ট দেশের বিচারিক কর্তৃপক্ষের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বা আদালতের আদেশের ভিত্তিতে হয়।
প্রসঙ্গত, গত ১২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির দপ্তর থেকে শেখ হাসিনার গ্রেপ্তার ও প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য রেড নোটিশ জারির অনুরোধ জানিয়ে ইন্টারপোলকে একটি চিঠি পাঠানো হয়।