সিনহা হত্যা মামলা: বৈধতা চ্যালেঞ্জে করা রিভিশন মামলার পূর্ণাঙ্গ শুনানি ১০ নভেম্বর
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চলমান বিচারিক কার্যক্রমকে বেআইনি ও অবৈধ দাবি করে আসামি পক্ষের করা ফৌজদারী রিভিশন মামলার পূর্ণাঙ্গ শুনানীর জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার বেলা ১টার দিকে সিনহার বোন শারমিন শাহরিয়ারের পক্ষে সময়ের আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন।
এর আগে, পরিদর্শক লিয়াকতের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাসুদ সালাহউদ্দিন সিনহার বোন শারমিন শাহরিয়ারের করা মামলার বৈধতা নিয়ে সংক্ষিপ্ত শুনানি করেন। পরে শারমিন শাহরিয়ারের পক্ষে শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। আগামী ১০ নভেম্বর সিনহা হত্যা মামলার বাদী শারমিন শাহরিয়ারের উপস্থিতিতে পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেন আদালত।
শারমিন শাহরিয়ারের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলমসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, মেজর (অব.) সিনহা হত্যা মামলার বাদী ও সিনহার বোন ঢাকায় থাকেন। তিনি অসুস্থতার কারণে আদালতে আসতে পারেননি। তাই বাদীপক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। এ কারণে বিচারক মামলার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন।
মেজর সিনহা হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা জানান, মামলার বৈধতা চ্যালেঞ্জ করে লিয়াকতের পক্ষের আইনজীবী যে রিভিশন আবেদনটি করেছেন তা অগ্রহণযোগ্য। সেটি আমরা আগামী ধার্য তারিখ আদালতে আইনগতভাবে ব্যাখ্যা দেব।
লিয়াকতের পক্ষের আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন জানান, গত ৫ আগস্ট কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনহার বোন বাদী হয়ে যে হত্যা মামলা দায়ের করেন, সেই মামলার আদেশের বিরুদ্ধে বৈধতা চ্যালেঞ্জ করে রিভিশন মামলাটি দায়ের করা হয়েছে। কেননা, সিনহা হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার পর পরই আরও দুটি মামলা দায়ের করেছিল। তাই একই ঘটনায় আরেকটি মামলা হতে পারে না।
উল্লেখ্য, সিনহা হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামী পুলিশের বহিষ্কৃত পরিদর্শক লিয়াকত আলীর পক্ষে গত ৪ অক্টোবর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এ রিভিশন মামলা করা হয়েছিল। ওইদিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে দাখিলকৃত মামলার প্রাথমিক শুনানী হয়।
শুনানী শেষে বিচারক রিভিশন মামলাটি (১৮৯/২০২০) আমলে নিয়ে পূর্ণাঙ্গ শুনানী ও আদেশের জন্য আজ (২০ অক্টোবর) দিন ধার্য করেছিলেন।
গত ৩১ জুলাই রাতে মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকতের গুলিতে নিহত হন সিনহা। এ ঘটনায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এতে ৭ পুলিশ সদস্য আত্মসমর্পণ করেন। পরবর্তীকালে পুলিশের মামলার তিন স্বাক্ষী, এপিবিএনের তিন সদস্য ও আরেক কনস্টেবলসহ ৭ জন সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন। সবাইকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয় পুলিশ।
এতকিছুর পর হঠাৎ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিভিশন করা হয় সিনহা হত্যা মামলার প্রধান আসামির পক্ষে।